ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাজীগঞ্জে আগুনে ৬টি গুদাম ভস্মীভূত

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ ব্রিজ সংলগ্ন চারটি পাটের গুদামসহ ছয়টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় পাটের গুদাম থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হলে মুহূর্তের মধ্যে অন্যান্য গুদামে আগুন লেগে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ, চাঁদপুর, কচুয়া ও শাহরাস্তি ফায়ার সার্ভিস এসে স্থানীয় লোকজনের সহায়তায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীসহ ১০ জন আহত হয়। এ সময় ২ ঘণ্টা বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়। চাঁদপুর-কুমিল­া সড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ ৩ কিলোমিটার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডে চারটি পাটের গুদামের ৮ হাজার মন পাট, প্লাস্টিক গুদামের প্লাস্টিক সামগ্রী, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি বলে ব্যবসায়ীরা জানান।


হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ম্যান আল-আমিন জাগো নিউজকে জানায়, সন্ধ্যা ৭টায় পাটের গুদামের পূর্ব উত্তর কর্নারে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখন নির্ণয় করা সম্ভব হয়নি।

পাটের গুদামের মালিক বাদশা, সফিক, বারেক জাগো নিউজকে জানান, তাদের প্রতিটি গুদাম আগুনে পুড়ে গেছে। গুদামে ৮ হাজার মণ শুকনো পাট ছিল। প্রতি হাজার পাটের মূল্য বর্তমানে আড়াই হাজার টাকা করে বিক্রি চলছে।

সে হিসাবে তাদের দুই কোটি টাকার পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীফ এন্টার প্রাইজ নামের প্লাস্টিক গুদামের মালিক শরীফ জাগো নিউজকে জানায়, তার সমস্ত প্লাস্টিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম এলএলবি জাগো নিউজকে জানান, সংবাদ পেয়ে দ্রুত পর্যাপ্ত পুলিশ বাহিনী নিয়োগ করে ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইকরাম চৌধুরী/বিএ