ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জীবননগরে বোমা হামলায় একজন নিহত

প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলী (৫০)। আহতরা হলেন একই পাড়ার মো. শাহাবুদ্দীন (৭৫) ও তার স্ত্রী মালেকা খাতুন (৫৮) এবং আব্দুল মোমিন (৩৮)। আহতদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শাহাবুদ্দীনের ছেলে রিপন হোসেন জানান, সোমবার সন্ধ্যায় তার বাবা গঙ্গাদাসপুর পূর্ব পাড়ার মসজিদের পাশে নিজের মুদি দোকানে বসেছিলেন। দোকানের সামনের বেঞ্চে বসে কয়েকজন গ্রামবাসী গল্প করছিলেন। এসময় ৩০/৩৫ জন দুর্বৃত্ত দোকান লক্ষ্য করে পরপর সাতটি বোমা হামলা এবং ধারালো হাসুয়া ও ফলা দিয়ে উপুর্যপরি আঘাত করে।

মোহাম্মদ আলীর নাড়িভুড়ি বেরিয়ে পড়াই ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমায় শাহবুদ্দীনের ডান পা ও মোমিনের বাম হাত উড়ে যায়। মালেকা বেগমেরও পেট ও পিটে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমএএস/আরআইপি/বিএ