ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মান্দায় শ্বাসরোধে গৃহবধূ হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

নওগাঁর মান্দায় শেফালী বিবি (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী লোকমান হোসেন মোল্লাকে (৪২) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

আটক লোকমান উপজেলার এলেঙ্গা গ্রামের মছির উদ্দিন মোল্লার ছেলে। নিহত শেফালী উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের মৃত নাসের উদ্দিন কবিরাজের মেয়ে।

নিহতের ভাই জালাল উদ্দিন কবিরাজ বলেন, বোন শেফালী বিবিকে প্রায় ১৬ বছর আগে এলেঙ্গা গ্রামের লোকমান হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি লোকমান হোসেন প্রায়ই শেফালীকে নির্যাতন করে আসছিল। একই দাবিতে রোববার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে শেফালীকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। নিহতের স্বামীকে আটকসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আব্বাস আলী/এসএস/পিআর