ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ৪০০ কেজি জাটকা জব্দ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ জানুয়ারি ২০২২

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাটকা পরিবহনের সময় একটি মাছবাহী ট্রাক থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (০৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভোলার সদরের খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে বরিশালগামী একটি মাছের ট্রাকে খেয়াঘাট এলাকায় তল্লাশি করে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের উপস্থিতিতে এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস