ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত সেই লঞ্চ দেখতে মানুষের ভিড়

মো. আতিকুর রহমান | ঝালকাঠি | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিযান-১০ লঞ্চটি দেখতে ভিড় করছে মানুষ। প্রতিদিনিই লঞ্চটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক মানুষ।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর লঞ্চটি শহরের বিনোদন স্পট পৌর ও ডিসি মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীর তীরে রাখে জেলা প্রশাসন। ছুটির দিনসহ বিকেলে এ দুটি কেন্দ্রে আসা লোকজন এক পলক দেখতে আসেন লঞ্চটি। ক্ষতিগ্রস্ত লঞ্চটির সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা যায় অনেককে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত এমভি অভিযান-১০ লঞ্চটি সুগন্ধা নদী তীরের ডিসি পার্ক এলাকায় রাখা হয়েছে। পণ্য ওঠানামা ও যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন পুড়ে যাওয়া লঞ্চটি ঘাট থেকে সরিয়ে ডিসি পার্ক সংলগ্ন নদীর তীরে নিয়ে আসে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় লঞ্চের মালিকসহ ২০ জনকে আসামি করে সুমন সরদার নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।’

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজ অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আতিকুর রহমান/আরএইচ/এএসএম