ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অর্ধেক খাওয়ার পর তারা জানলেন ‘হাঁস’ নয়, খাচ্ছিলেন ‘ব্রয়লার’

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাঁসের মাংস বলে ব্রয়লার খেতে দেওয়ার অভিযোগ উঠেছে এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাজশাহী থেকে কয়েকজন ঘুরতে এসেছিলেন নাচোল উপজেলার টিকইল গ্রামে। দুপুরে রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে খেতে যান। এসময় তাদের কাছে হাঁসের মাংস চাইলে দেওয়া হয় হাঁসের সঙ্গে ব্রয়লারমিশ্রিত মাংস। পরে দেখে চিনে ফেলায় তারা ভুল স্বীকার করে মাংস ফিরিয়ে নেন।

অভিযোগকারী আমানুল্লাহ বলেন, ‘অর্ধেক খাওয়ার পর আমরা চিনতে পারি এগুলো হাঁসের না, ব্রয়লার। এসময় আমরা ব্রয়লার ফেরত দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করি। এরা এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’

এ বিষয়ে রেস্তোরাঁ মালিক কামরুজ্জামান (রুবেল) বলেন, ‘যে সময় তারা খেতে এসেছিলেন তখন আমি রেস্টুরেন্টে ছিলাম না। একটু পরে আমি বিষয়টি জানতে পারি। পরে তাদের নতুন করে খাবার দিতে বলি এবং ক্ষমা চাই।’

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ বলেন, ‘নাচোলে একটি রেস্তোরাঁয় হাঁসের মাংসের কথা বলে ব্রয়লার খেতে দেওয়ার অভিযোগ পেয়েছি। দ্রুত তাদের শুনানির দিন ধার্য করা হবে।’

সোহান মাহমুদ/এসআর/এএসএম