ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবগঞ্জ সীমান্তে নিহত ইব্রাহিমের মরদেহ চান স্বজনরা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিমের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহ নিয়ে বিজিবি-বিএসএফের লুকোচুরি নিয়ে হতাশ হয়ে পড়েছেন স্বজনরা।

তাদের অভিযোগ, বিএসএফ মরদেহ ফেরত দিতে চাইলেও নিতে চাইছে না বিজিবি। বিষয়টি নিয়ে একাধিকবার বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

সরজমিনে দেখা যায়, ইব্রাহিমের মা ফুরকুনি বেগম, বাবা দুখু মিয়া, স্ত্রী আয়েশা ও দুই সন্তান অঝোরে কাঁদছেন। বার বার মুর্ছা যাচ্ছেন মা। পুরো বাড়ি জুড়ে কান্নার রোল।

ইব্রাহিমের মা ফুরকুনি বেগম জানান, গত ২১ ডিসেম্বর রাতে আমার ছেলে কাউকে না জানিয়ে বাড়িতে থেকে বের হয়। গভীর রাতে খবর আসে বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে। তখন থেকে আমি ঘুমাতে পারিনি। বার বার বিজিবির সঙ্গে যোগাযোগ করেও আমার ছেলে মরদেহ ফেরত পাইনি। তার দুই সন্তান-স্ত্রীকে নিয়ে আমি কীভাবে থাকব। আমার সন্তানের মরদেহ দেখতে চাই। তার মরদেহটা পেলে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারতাম।

bgb1

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, স্বামী মারা গেছে এ কথা মনে পড়লেই সব কিছু অন্ধকার হয়ে আসে। দুই সন্তান আব্বা-আব্বা বলে চিৎকার করে কাঁদছে। কী করে বলি তাদের বাবা আর এ পৃথিবীতে নাই।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ সদস্যদের গুলিতে প্রাণ হারান ইব্রাহিম। তবে মরদেহ এখনো ফেরত নেয়নি বিজিবি।

এ বিষয়ে ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, এতদিন পেরিয়ে গেলেও মরদেহ ফেরত নিচ্ছে না বিজিবি। আমরা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করলেও বিজিবি কোনো সাড়া দিচ্ছে না। তারা বার বার বলছে, গুলি করে বিএসএফ বাংলাদেশিদের মারবে আর আমরা মরদেহ ফেরত নেবো?

bgb1

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছে, একটি মরদেহ তাদের কাছে রয়েছে। তার নাম ইব্রাহিম। তবে আমরা নিশ্চিত নই বলে বিজিবির পক্ষে মরদেহ নেওয়া হচ্ছে না।

এরআগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিএসএফের ৭০ শশ্মানী ক্যাম্পের সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন বলে খবর পাওয়া যায়। স্বজনদের দাবি, ওই যুবকের নাম মো. ইব্রাহিম হোসেন। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস