মানুষ পোড়া গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে সুগন্ধার দু’তীরের বাসিন্দারা
এখনও বাতাসে ভাসছে পোড়া গন্ধ। শুধু মানুষ পোড়া গন্ধই না, প্লাস্টিক, টিন, লোহা, ফল, খাদ্যদ্রব্য, কাপড়সহ নানাবিধ গন্ধ পাওয়া যাচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিযান-১০ লঞ্চটি থেকে। বাতাসে এমন গন্ধে সুগন্ধার দু’পাড়ের মানুষ রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। এই বাতাস শরীরে প্রবেশ করলে ভবিষ্যতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবেন বলে জানান বিশেষজ্ঞরা।
নৌ-অগ্নিকাণ্ড বিষয়ক বেসরকারি গবেষক প্রকৌশলী আসাদুল হক শাহীন সোমবার দুপুরে ঝালকাঠি লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ভাই প্রকৌশলী আব্দুল আলিম ছিলেন। তিনিও নৌ-অগ্নিকাণ্ড বিষয়ক বেসরকারি গবেষক। ব্যক্তিগত উদ্যোগেই তারা গবেষণায় আসেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকৌশলী আলিম বলেন, আমরা প্রকৌশলী হিসেবে পরিদর্শন করেছি। ভেতরে পরিদর্শন করে গবেষণা শুরু করেছি। আমাদের গবেষণায় প্রাথমিকভাবে অনেক কিছু বুঝতে পেরেছি। কয়েকদিনের মধ্যে গবেষণা শেষ করে ফায়ার সার্ভিসে ত্রুটি এবং করণীয় হিসেবে প্রতিবেদন দাখিল করলে সেখান থেকে আপনারা নিয়ে বুঝতে পারবেন। অন্য সবাই যেভাবে দেখেই মন্তব্য করে আমরা তা পারি না, অনেক বিষয় ভেবেই বলতে হয়।
তিনি আরো জানান, ফায়ার সায়েন্স অনুযায়ী কোথায় কিভাবে আগুন লাগছে তা নির্ণয় খুব সহজ বিষয়। তবে ঝুঁকির বিষয় হলো এই দূষিত বাতাস যদি আরো কিছু দিন থাকে তাহলে পার্শ্ববর্তী মানুষ শ্বাসকষ্টজনিত রোগে ভুগবে। একপর্যায়ে তা শরীরের ভিতরে বসে বিভিন্ন রোগের বাসা বাঁধবে। তা থেকে একসময়ে ক্যান্সার সৃষ্টি হতে পারে। যা বুঝে ওঠা বড়ই মুশকিল হয়ে যাবে। যখন বুঝবে তখন তার শরীরে আর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। অফিসিয়ালি তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে লঞ্চটি স্থানান্তর করার পরামর্শও দেন তারা।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান জানান, পোড়া গন্ধে শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিতে পারে। যদি বেশি থাকে তাহলে একসময় শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধে ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ নামের লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেক যাত্রী।
স্বজনদের কান্নায় ভারী হচ্ছে সুগন্ধার বাতাস। সেই বাতাসের সঙ্গে লঞ্চ থেকে ভেসে আসছে মানুষসহ ও বিভিন্ন সামগ্রী পোড়ার গন্ধ। তিনতলা বিশিষ্ট বিলাসবহুল ওই লঞ্চে কয়েকটি পরিত্যক্ত স্যান্ডেল, হাজারেরও বেশি চশমার ফ্রেম, ঘড়ি কয়েকশ, বই, ব্যাগ, গলিত প্লাস্টিকসহ বিভিন্ন সামগ্রী পড়েছিল। দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর পর সেখানকার অনেক আলামতই পানিতে পড়ে যায়।
ওই লঞ্চ থেকেই অঙ্গার হয়ে যাওয়া ৩৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। শতাধিক দগ্ধ হয়েছে এবং নিখোঁজের সঠিক কোনো তথ্য নেই। দ্বিতীয় তলার পেছনের দিকে গেলে দেখা যায়, হাড়, শরীরের বিভিন্ন পোড়া অংশ কয়লার মতো হয়ে পড়ে আছে।
লঞ্চটিতে সব ধরনের প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছে। কোনো নিরাপত্তা দরজা, পানি সঞ্চালনকারী যন্ত্র অথবা জরুরি নির্গমণ ব্যবস্থা নেই। দেখে মনে হচ্ছে কর্তৃপক্ষ কোনো ধরনের নিরাপত্তা পরিকল্পনা অনুসরণ করেনি। প্রতিটি তলায় প্রতিবন্ধকতা রয়েছে।
পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সাগর জানান, লঞ্চ অগ্নিকাণ্ডের সময় ৪টি ট্রলার নিয়ে অগ্নিদগ্ধ যাত্রীদের উদ্ধারে চেষ্টা করি। লৌহ বাহনে আগুন লাগায় তা ছিলো চরম উত্তপ্ত, যার কাছেও যাওয়া কষ্টকর ছিলো। তারপরও আমার সঙ্গে ২৪ জন স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতা চালাই। তখন ছিলো নদীর ওপারে, পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় তা সরিয়ে এনে আমার ওয়ার্ডে অবস্থিত টার্মিনালে রাখা হয়েছে। এখনও দক্ষিণ পূর্ব কোণের বাতাসে পোড়া গন্ধে এলাকাবাসীর নাভিশ্বাস উঠছে।
কাউন্সিলর সাগর আরও জানান, ইতোমধ্যে যাদের এজমা ও কাশি ছিলো তা বেড়ে গেছে। একদিকে যেমন শীত, অপরদিকে লঞ্চের পোড়া গন্ধ বাড়তি জ্বালা হয়ে দাঁড়িয়েছে।
লঞ্চ থেকে যাত্রী উদ্ধারে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনকারী রুশাদ ও শাকিউর রহমান শাকিল জানান, লঞ্চটিতে যখন আগুন জ্বলছিল আমরা তখন দ্রুত দৌড়ে এসে যথাসম্ভব সাহায্য সহায়তা করেছি। শীতের রাতে ভেজা অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করেছি। তখন পোড়া গন্ধ, অসহ্য এ বিষয়গুলো মাথায়ই আসেনি। কিন্তু এখন কেমন যেন অনুভূত হচ্ছে। তারপর একদিনেরও বেশি সময় লঞ্চটি আমাদের গ্রামেই ছিলো। অগ্নিকাণ্ডের ধোয়া ও মানুষ পোড়া গন্ধ সবই আমরা সহ্য করেছি। কিন্তু এখন আমাদের গ্রামের শিশু ও বৃদ্ধদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে।
আতিকুর রহমান/এফএ/জেআইএম
টাইমলাইন
- ০৫:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ ৩০০ যাত্রীকে উদ্ধার করা সেই মিলন পেলেন শুভেচ্ছা উপহার
- ০৩:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ পুড়ে যাওয়া লঞ্চ জব্দ, মালামাল থানায় নিয়েছে পুলিশ
- ১০:৩৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি
- ০১:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে
- ১০:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: নিহত-দগ্ধদের ক্ষতিপূরণের রিট শুনানি আজ
- ১০:৪৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মানুষ পোড়া গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে সুগন্ধার দু’তীরের বাসিন্দারা
- ০৪:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে যাত্রীপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে
- ০৩:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে: নাছিমা বেগম
- ১২:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭ জন আশঙ্কাজনক
- ১১:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সুগন্ধা থেকে ভাসমান মরদেহ উদ্ধার
- ০৬:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ বিলাসবহুল অভিযান-১০ লঞ্চে ছিল পদে পদে অনিয়ম
- ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ প্রাথমিক তদন্ত: ইঞ্জিন রুম থেকেই লঞ্চে আগুনের সূত্রপাত
- ১২:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ০৯:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ আহাজারি করারও লোক নেই আজিজের বাড়িতে
- ০৮:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ পুত্র-পুত্রবধূ-নাতি নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না মনোয়ারার
- ০৭:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে ২২ জন, চিকিৎসা শেষে ফিরেছেন ৫ জন
- ০৭:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘তিল ধারণেরও ঠাঁই ছিল না লঞ্চটিতে’
- ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চ ট্র্যাজেডিতে এগিয়ে এসে প্রশংসায় ভাসছেন দিয়াকুল গ্রামবাসী
- ০৬:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ ১৬ জন
- ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ঝালকাঠিতে মামলা
- ০৪:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারলো না রাকিব
- ০৩:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘নৌপরিবহনে যাত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নাজুক’
- ০৩:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ বাবার কোল থেকে হারিয়ে যাওয়া তাবাসসুমকে পাওয়া গেলো কফিনে
- ০১:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ খাকদোনের পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন
- ০১:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু: স্বাস্থ্যসচিব
- ০১:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সুগন্ধার বুকে প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা
- ১১:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ কেউ শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল সেন
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ জানাজা হলো ২৯ মরদেহের
- ১১:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘মা এলো ঠিকই, তবে লাশ হয়ে’
- ০৯:৫৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ মামার হাতে যমজ দুই ভাগনির মরদেহ, নিখোঁজ মা
- ০৮:২৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ বরগুনা সদর হাসপাতালে স্বজনদের অপেক্ষায় ৩২ মরদেহ
- ০২:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঢাকায় আনতে অ্যাম্বুলেন্স ভাড়া ১৯ হাজার টাকা
- ১২:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: ইউএনওর মুখে বেঁচে ফেরার বর্ণনা
- ১০:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নৌ প্রতিমন্ত্রী
- ০৯:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ চিরঘুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শিশু তাইফা
- ০৯:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আইসিইউতে নেওয়া হলো দগ্ধ মারুফা ও শাহিনুরকে
- ০৯:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ অগ্নিকাণ্ডের পর খোঁজ নেই লঞ্চের স্টাফদের
- ০৯:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের সামনেই জ্বলন্ত মানুষ নিচে পড়ছিল’
- ০৮:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ বেঁচে ফেরা যাত্রীরা দুষছেন লঞ্চের মাস্টার-সারেংকেই
- ০৮:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হলো মারুফা-সেলিমকে
- ০৬:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের চিকিৎসায় বরিশালে চিকিৎসক-ওষুধ পাঠানো হয়েছে
- ০৬:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ বেশিরভাগই আশঙ্কাজনক: সামন্তলাল সেন
- ০৬:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী
- ০৬:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: খোঁজ মিলছে না বরগুনার ১৯ যাত্রীর
- ০৬:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না’
- ০৬:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘হয়তো অপারেটর ইঞ্জিন রুমে ছিলেন না বা আগুন লাগার পর পালিয়েছেন’
- ০৫:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুন লাগার পরও এক ঘণ্টা ধরে চলতে থাকে লঞ্চটি: নৌপুলিশ
- ০৫:৩১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের হিসাব মতে লঞ্চটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন’
- ০৫:১২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে
- ০৪:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার, ঘটনাস্থলে র্যাব ডিজি
- ০৪:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ মৃতদের পরিবার পাবে দেড় লাখ টাকা: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুনে পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ০৩:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ হাসপাতালে দগ্ধদের আর্তনাদ, বাইরে স্বজনদের আহাজারি
- ০২:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ পুড়ে অঙ্গার তাইফা, হাসপাতালে দগ্ধ বাবা
- ০২:১৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ০২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দ্রুত ঢাকায় পাঠানোর নির্দেশ
- ০২:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো আরও এক শিশুর, মৃত বেড়ে ৪০
- ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের হেলিকপ্টারে ঢাকায় আনার দাবি যাত্রী কল্যাণ সমিতির
- ১২:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় নিখোঁজদের সন্ধানে ডুবুরিরা
- ১২:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৯
- ১২:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি
- ১২:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ রোগীদের চিকিৎসায় বরিশাল যাচ্ছেন চার চিকিৎসক
- ১১:৫১ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপ্রতিমন্ত্রীর শোক
- ১১:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট বন্ধ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
- ১১:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন ইউএনও
- ১১:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসনের কমিটি
- ১০:৩৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের আহাজারি
- ১০:২৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঝালকাঠির পথে নৌপ্রতিমন্ত্রী
- ১০:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে দগ্ধ ৭২ যাত্রী বরিশাল মেডিকেলে, আশঙ্কাজনক ২০
- ০৯:৩২ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ মাঝরাতে চলন্ত লঞ্চে পুড়ে অঙ্গার ৩০ যাত্রী
- ০৮:১৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার