ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:১০ এএম, ২৭ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রোববার (২৬ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। তৈমুর আলমের পক্ষে জেলা নির্বাচন কমিশন অফিসে অ্যাডভোকেট সুলতান মাহমুদ অভিযোগ জমা দেন।

অভিযোগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার উল্লেখ করেন, নির্বাচন চলমান অবস্থায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশের নামে সরকার দলীয় কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মীর্জা আজম সরকার দলীয় মনোনীত মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ অন্যান্য নেতারা তাদের বক্তব্যে সরাসরি ভোট প্রার্থনা করে নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন করেছেন, যা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক।

সেইসঙ্গে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে, তা কার্যকর করা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবেও উল্লেখ করেছেন তৈমুর আলম খন্দকার।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের বলে আসছিল তারা লিখিত অভিযোগ পায়নি। এখন আমি লিখিত অভিযোগ দিয়েছি। আশাকরি, নির্বাচন বধির বোবা হয়ে থাকবে না। যেখানে আচরণবিধি লঙ্ঘন সেখানে ব্যবস্থা নিবে যেহেতু আমি লিখিত অভিযোগ দিয়েছি।

জেলা রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান জাগো নিউজকে বলেন, আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন বাইরে ছিলাম। শুনেছি একজন অভিযোগ করেছেন। এর বেশি কিছু বলতে পারছি না।

মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/