বিলাসবহুল অভিযান-১০ লঞ্চে ছিল পদে পদে অনিয়ম
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার অভিযান-১০ লঞ্চটির যেসব নিরাপত্তাব্যবস্থা থাকার কথা ছিল, সেগুলো ছিল কি না তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে নানান অনিয়মের তথ্য।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির লঞ্চ টার্মিনালে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটি ঘুরে দেখা গেছে, নিচ ও দ্বিতীয় তলার কিছু অংশ ছিল ডেকের যাত্রীদের জন্য। আর দ্বিতীয় তলার অর্ধেক অংশ এবং তৃতীয় তলার পুরোটাই ছিল কেবিন যাত্রীদের জন্য।
অভিযান-১০ লঞ্চে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে শতাধিক কেবিন ছিল। এসব কেবিনে পাঁচতারকা মানের হোটেলের মতো সব ধরনের আয়োজনও ছিল। শুধু পর্যাপ্ত ছিল না অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি মুহূর্তে পানিতে লাফিয়ে জীবন বাঁচানোর বয়া।
ডেকের যাত্রীদের জন্য নিচ ও দ্বিতীয় তলায় ৫০টিরও কম বয়া ছিল। দ্বিতীয় তলার কেবিন ব্লকে দুই পাশ মিলিয়ে ৮-১০টি বয়া রাখার স্থান ছিল আর তৃতীয় তলায় ৫৮টি সিঙ্গেল ও ডাবল কেবিনের জন্য সব মিলিয়ে ২০টি বয়া রাখার স্থান ছিল। অর্থাৎ শতাধিক কেবিনের জন্য মাত্র ৩০টি বয়া রাখার স্থানের চিহ্ন পাওয়া গেছে। আবার বয়াগুলো রাখা ছিল অন্তত ১২ ফুট উচ্চতায়। তাও আবার শক্ত করে বাঁধা, যা ছিল নাগালের বাইরে।
হাজারের বেশি যাত্রী বহনকারী বিলাসবহুল অভিযান-১০ যাত্রী সেবায় আকৃষ্ট করলেও উপেক্ষিত থেকে গেছে যাত্রীদের জীবন রক্ষার বিষয়টি। অগ্নিনির্বাপণ যন্ত্র যেন আরেক শুভঙ্করের ফাঁকি। পুরো লঞ্চটিতে মাত্র তিনটি অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া গেছে। সেটিও ইঞ্জিন রুমের পাশে।
এছাড়া লঞ্চের রান্নাঘর ছিল ইঞ্জিন রুমের মাত্র ১০ ফুটের মধ্যে, চায়ের ক্যান্টিন ছিল ১৫ ফুটের মধ্যে। ছিল না জরুরি মুহূর্তে বের হওয়ার কোনো উপায়। লঞ্চ থেকে যাত্রীদের বের হওয়ার প্রধান দরজাটি তিন ফুটেরও কম। সেখান দিয়ে একসঙ্গে দুজন মানুষ বের হওয়াই কষ্টকর।
আগুন নিয়ন্ত্রণে আনতে পানির লাইনের ব্যবস্থা থাকলেও ছিল না ব্যবহারের ব্যবস্থা। এমনকি আগুনের সূত্রপাত হওয়ার পরও অব্যবহৃত থেকে গেছে সেই পানির লাইন।
নৌপরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযান-১০ লঞ্চটি ২০১৯ সালে নিবন্ধিত হয়। এর মালিক সূত্রাপুরের বাসিন্দা মো. হাম জামাল শেখ নামের এক ব্যবসায়ী। লঞ্চটিতে ১২৫টি লাইফ বয়া, ২২টি লাইফ জ্যাকেট, ফায়ার এক্সটিংগুইশার ২০, বালুভর্তি বালতি ১৫টি ও ১টি বালির বক্স থাকার কথা। বয়াগুলো যাত্রীদের হাতের নাগালে ও প্রকাশ্যে রাখার নিয়ম আছে। যেন দুর্ঘটনা ঘটলে সেটি নিয়ে যাত্রীরা পানিতে ঝাঁপিয়ে প্রাণ রক্ষা করতে পারেন।
উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, একটি বয়া ধরে ছয়-সাতজন যাত্রী পানিতে ভেসে থাকতে পারে। সে অনুযায়ী, ৩১০ জন যাত্রী থাকলে সবাই পানিতে ঝাঁপ দিলেও বয়ার সংকট হতো না। কিন্তু বেঁচে যাওয়া যাত্রীরা অনেকেই জানিয়েছেন, লঞ্চটি আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা পানিতে চলমান অবস্থায় ছিল। যারা সাঁতার জানতেন তারা পানিতে ঝাঁপ দিয়েছেন। আর অনেকেই বয়ার খোঁজে এদিক-সেদিক ছোটাছুটি করেছেন। কেউ পুড়ে মারা গেছেন। কেউ পানিতে ডুবে গেছেন। একপর্যায়ে ঝালকাঠির দিয়াকূল গ্রামের তীরে লঞ্চটি ভাসা অবস্থায় আটকে গেলে দ্রুত নামতে গিয়ে যাত্রীদের অনেকে আহত হন।
জুম্মান নামে লঞ্চের বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমি নিচতলার ডেকের সামনের দিকে ঘুমিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে দেখি আগুন আর আগুন। সাঁতার জানলেও মাঝ নদীতে কতক্ষণ আর ভেসে থাকা যায়। তাই পানিতে ঝাঁপ দেওয়ার জন্য একটি বয়া খুঁজছিলাম। কিন্তু দেখি, কোথাও বয়া নেই। যে কটি ছিল, তার কয়েকটা নিয়ে অনেক আগেই মানুষ পানিতে ঝাঁপ দিয়েছে। বাকিগুলো এতোই শক্ত করে বাঁধা ছিল যা কেউ টেনেও ছুটাতে পারেনি। এ অবস্থায় লঞ্চের একেবারে সামনে অপেক্ষা করতে থাকি। শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। পরে লঞ্চটি তীরের কাছাকাছি গেলে লাফিয়ে পানিতে নেমে প্রাণ বাঁচাই।
রোববার দুপুর ১২টার দিকে আগুনে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও ম্যানটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান। ক্ষতিগ্রস্ত লঞ্চ ও সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন তিনি। এ ঘটনার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে দুষছেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জিল্লুর রহমান বলেন, অগ্নিকাণ্ড এমন একটা দুর্ঘটনা, যাতে ক্রাইমসিন আলামতগুলোও নষ্ট করে দেয়। তবে মনে হয়েছে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি, অসাবধানতা ও অব্যবস্থাপনার কারণে এতো পরিমাণে হতাহত হয়েছে। আগুন লাগার পরে নির্বাপণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লাইফ জ্যাকেট ও বয়া পর্যাপ্ত না থাকলেও যা ছিল তা ব্যবহারে সরবরাহ করা হয়নি। যখন আগুন লেগেছে এরপরও এক ঘণ্টার বেশি সময় লঞ্চ চালিয়েছে। শুরুতেই যদি কোনো তীরে ভিড়ানো হতো তাহলে ক্ষয়-ক্ষতি এতো বেশি হতো না। জানমাল রক্ষা পেতো।
আতিকুর রহমান/এসজে/জেআইএম
টাইমলাইন
- ০৫:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ ৩০০ যাত্রীকে উদ্ধার করা সেই মিলন পেলেন শুভেচ্ছা উপহার
- ০৩:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ পুড়ে যাওয়া লঞ্চ জব্দ, মালামাল থানায় নিয়েছে পুলিশ
- ১০:৩৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি
- ০১:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে
- ১০:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: নিহত-দগ্ধদের ক্ষতিপূরণের রিট শুনানি আজ
- ১০:৪৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মানুষ পোড়া গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে সুগন্ধার দু’তীরের বাসিন্দারা
- ০৪:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে যাত্রীপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে
- ০৩:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে: নাছিমা বেগম
- ১২:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭ জন আশঙ্কাজনক
- ১১:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সুগন্ধা থেকে ভাসমান মরদেহ উদ্ধার
- ০৬:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ বিলাসবহুল অভিযান-১০ লঞ্চে ছিল পদে পদে অনিয়ম
- ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ প্রাথমিক তদন্ত: ইঞ্জিন রুম থেকেই লঞ্চে আগুনের সূত্রপাত
- ১২:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ০৯:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ আহাজারি করারও লোক নেই আজিজের বাড়িতে
- ০৮:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ পুত্র-পুত্রবধূ-নাতি নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না মনোয়ারার
- ০৭:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে ২২ জন, চিকিৎসা শেষে ফিরেছেন ৫ জন
- ০৭:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘তিল ধারণেরও ঠাঁই ছিল না লঞ্চটিতে’
- ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চ ট্র্যাজেডিতে এগিয়ে এসে প্রশংসায় ভাসছেন দিয়াকুল গ্রামবাসী
- ০৬:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ ১৬ জন
- ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ঝালকাঠিতে মামলা
- ০৪:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারলো না রাকিব
- ০৩:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘নৌপরিবহনে যাত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নাজুক’
- ০৩:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ বাবার কোল থেকে হারিয়ে যাওয়া তাবাসসুমকে পাওয়া গেলো কফিনে
- ০১:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ খাকদোনের পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন
- ০১:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু: স্বাস্থ্যসচিব
- ০১:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সুগন্ধার বুকে প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা
- ১১:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ কেউ শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল সেন
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ জানাজা হলো ২৯ মরদেহের
- ১১:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘মা এলো ঠিকই, তবে লাশ হয়ে’
- ০৯:৫৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ মামার হাতে যমজ দুই ভাগনির মরদেহ, নিখোঁজ মা
- ০৮:২৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ বরগুনা সদর হাসপাতালে স্বজনদের অপেক্ষায় ৩২ মরদেহ
- ০২:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঢাকায় আনতে অ্যাম্বুলেন্স ভাড়া ১৯ হাজার টাকা
- ১২:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: ইউএনওর মুখে বেঁচে ফেরার বর্ণনা
- ১০:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নৌ প্রতিমন্ত্রী
- ০৯:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ চিরঘুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শিশু তাইফা
- ০৯:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আইসিইউতে নেওয়া হলো দগ্ধ মারুফা ও শাহিনুরকে
- ০৯:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ অগ্নিকাণ্ডের পর খোঁজ নেই লঞ্চের স্টাফদের
- ০৯:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের সামনেই জ্বলন্ত মানুষ নিচে পড়ছিল’
- ০৮:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ বেঁচে ফেরা যাত্রীরা দুষছেন লঞ্চের মাস্টার-সারেংকেই
- ০৮:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হলো মারুফা-সেলিমকে
- ০৬:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের চিকিৎসায় বরিশালে চিকিৎসক-ওষুধ পাঠানো হয়েছে
- ০৬:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ বেশিরভাগই আশঙ্কাজনক: সামন্তলাল সেন
- ০৬:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী
- ০৬:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: খোঁজ মিলছে না বরগুনার ১৯ যাত্রীর
- ০৬:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না’
- ০৬:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘হয়তো অপারেটর ইঞ্জিন রুমে ছিলেন না বা আগুন লাগার পর পালিয়েছেন’
- ০৫:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুন লাগার পরও এক ঘণ্টা ধরে চলতে থাকে লঞ্চটি: নৌপুলিশ
- ০৫:৩১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের হিসাব মতে লঞ্চটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন’
- ০৫:১২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে
- ০৪:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার, ঘটনাস্থলে র্যাব ডিজি
- ০৪:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ মৃতদের পরিবার পাবে দেড় লাখ টাকা: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুনে পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ০৩:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ হাসপাতালে দগ্ধদের আর্তনাদ, বাইরে স্বজনদের আহাজারি
- ০২:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ পুড়ে অঙ্গার তাইফা, হাসপাতালে দগ্ধ বাবা
- ০২:১৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ০২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দ্রুত ঢাকায় পাঠানোর নির্দেশ
- ০২:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো আরও এক শিশুর, মৃত বেড়ে ৪০
- ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের হেলিকপ্টারে ঢাকায় আনার দাবি যাত্রী কল্যাণ সমিতির
- ১২:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় নিখোঁজদের সন্ধানে ডুবুরিরা
- ১২:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৯
- ১২:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি
- ১২:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ রোগীদের চিকিৎসায় বরিশাল যাচ্ছেন চার চিকিৎসক
- ১১:৫১ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপ্রতিমন্ত্রীর শোক
- ১১:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট বন্ধ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
- ১১:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন ইউএনও
- ১১:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসনের কমিটি
- ১০:৩৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের আহাজারি
- ১০:২৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঝালকাঠির পথে নৌপ্রতিমন্ত্রী
- ১০:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে দগ্ধ ৭২ যাত্রী বরিশাল মেডিকেলে, আশঙ্কাজনক ২০
- ০৯:৩২ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ মাঝরাতে চলন্ত লঞ্চে পুড়ে অঙ্গার ৩০ যাত্রী
- ০৮:১৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার