ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় আমন চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

নওগাঁয় জেলা খাদ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান। প্রধান অতিথি হিসেবে জেলা খাদ্য গুদামে ফিতা কেটে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ মৌসুমে নওগাঁ জেলায় সরকারিভাবে প্রতি কেজি চাল ৩১ টাকা দরে ১৩ হাজার ৭০ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগ জেলার এক হাজার ২শ` মিলারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করে। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই চাল সংগ্রহের কার্যক্রম।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, খাদ্য বিভাগের কর্মকর্তা অরুন কুমার প্রামানিক, জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসনে ও সদর চাউল কল মালিক সমিতির সভাপতি মোতালেব হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এমজেড/আরআইপি