ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনভর উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলা কাশিয়াবাড়ি গ্রামে মোন্নাপাড়ার তোফাজ্জল হক তফুর তিন ছেলে মাহবুবুল আলম সায়েম (৩৫), হাদিসুর রহমান (২২), নাইম আলী (২৫) এবং ধোবড়া পারদিলারপুর গ্রামের সাজ্জাদের ছেলে জুয়েল রানা( ৩৫) শামিমের ছেলে সামাদ (২২), হাবিবের ছেলে আ. রহমান (২০) এবং বিরোধী পক্ষ শফিকুল ইসলাম শফী (৬৫)।

কাশিয়াবাড়ি গ্রামে মোন্নাপাড়ার তোফাজ্জল হক তফু বলেন, আমার নিজের পুকুরে মাছ ধরতে গেলে শফীর লোকজন আমার লোকজনের ওপর হামলা করে। এতে আমার লোকজন আহত হয়।

jagonews24

এ বিষয়ে শফিকুল ইসলাম শফী বলেন, আমরা দীর্ঘদিন যাবত পুকুরে মাছ চাষ করে আসছি। তোফাজ্জল হক তফুর লোকজন জোর করে মাছ ধরতে গেলে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে আমিও আহত হয়েছি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জাগো নিউজকে বলেন, আহতদের পক্ষ থেকে তোফাজ্জল হক তফু বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।

সোহান মাহমুদ/এসজে/এএসএম