ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধরা পড়লো ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ১০:৩৪ এএম, ২১ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছ বাজার থেকে ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় কলাপাড়া পৌরশহরের বাজার থেকে মাছটি জব্দ করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিপুর মৎস্য বন্দর থেকে এক মাছ ব্যবসায়ী মাছটি কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। সকালে বন বিভাগের লোকজন দেখে তিনি সটকে পড়েন।

ধরা পড়লো ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম জাগো নিউজকে বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলছে, একটি ছাড়া আর কোনো মাছ পাওয়া যায়নি।

তবে শাপলাপাতা মাছ ধরা যে অবৈধ তা অনেক জেলে ও মৎস্য ব্যাবসায়ী এখনো জানেন না। তাই আমরা অভিযানের সঙ্গে সঙ্গে মাইকিং করছি, যাতে পরবর্তীতে আর কেউ শাপলাপাতা মাছ না ধরে।

ধরা পড়লো ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ

জব্দকৃত মাছটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নির্দেশক্রমে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম