ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুঁজি হারানো বন্ধুর পাশে দাঁড়ালেন স্কুলের বন্ধুরা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

করোনাকালে পূঁজি হারানো অসহায় এক সহপাঠীকে (৩৮) ব্যবসায়িকভাবে স্বাবলম্বী করতে নগদ ৫০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দিয়েছেন স্কুল জীবনের বন্ধুরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর উচ্চ বিদ্যালয়র ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘মাউবি-৯৯ ফাউন্ডেশন’ এ মহতী কাজের উদ্যোগ নেয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই সহপাঠী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘করোনার বৈশ্বিক মহামারিতে আমার ক্ষুদ্র ব্যবসার পূঁজি হারিয়ে পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়েছে। স্কুল জীবনের সহপাঠীরা এমনভাবে সহযোগিতার হাত বাড়াবে কখনো চিন্তাও করিনি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

অনুদান প্রদান অনুষ্ঠানে মানিকপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. ছানা উল্যাহ, অভিভাবক সদস্য ও সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পলাশ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন শামীম, প্রাক্তন ছাত্র বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাউবি-৯৯ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হক বাবুল, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য আমিরুল ইসলাম শিপন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হক বলেন, এটা প্রথম নয়, মাউবি-৯৯ ফাউন্ডেশন আরও বহু মানুষের পাশে দাঁড়িয়েছে। ইতোপূর্বে এক বন্ধুর স্বামীর চিকিৎসায় এক লাখ টাকা, আরেক বন্ধুর অকাল মৃত্যুতে তার ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ বাবত ১০ হাজার টাকা, বিগত করোনার সময়ে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিক দুঃস্থ ছাত্র-ছাত্রীর পরিবারকে খাদ্য সহায়তা ও ঈদ উপহার দেয়া হয়েছে।

মাউবি-৯৯ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আগামীতেও সহপাঠী এবং এলাকার গরিব মেধাবী শিক্ষার্থিসহ কন্যাদায়গ্রস্ত বাবাদের পাশে দাঁড়াবে মাউবি-৯৯ ফাউন্ডেশন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম