ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিএসসিতে সিলেট বিভাগে পাশের হার ৯৬ দশমিক ৭৯

প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ফলাফল বৃহস্পতিবার বেলা ২টায় প্রকাশিত হয়েছে। ফলাফলে সিলেট বিভাগের পাশের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। বিভাগে মোট দুই লাখ ৩৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে দুই লাখ ১৭ হাজার ৫৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৯৪১ জন পরীক্ষার্থী।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক তাহমিনা খাতুন ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের ছেলে-মেয়েরা ভাল করছে। এ ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। তবে আগামী বছর আরো ভালো করার চেষ্টার কথাও জানিয়েছেন তিনি।  

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের ফলাফলে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৯৪১ জনের মধ্যে ছাত্র তিন হাজার ৬৯২ জন ও ছাত্রী চার হাজার ২৪৯ জন। পিএসসিতেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

বিভাগে মোট দুই লাখ ৩৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেনি ১২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ২৪৬ জন ও ছাত্রী ছয় হাজার ২৬০ জন। অকৃতকার্য হয়েছে সাত হাজার ২১৯ জন শিশু শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র তিন হাজার ৩৩৫ জন ও ছাত্রী তিন হাজার ৮৬৬ জন।

ছামির মাহমুদ/এআরএ/পিআর