ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী ও মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:২১ এএম, ০৮ ডিসেম্বর ২০২১

ঘন কুয়াশার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত দেড়টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ৫টি ফেরি। দুই পাড়ে আটকা পড়েছে এক হাজারেরও বেশি যানবাহন। দীর্ঘ সময় আটকা পড়ে শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাছাড়া নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত দেড়টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি বন্ধ থাকায় যানবাহনের কিছুটা সিরিয়াল তৈরি হয়েছে। যা ফেরি চালু হলে দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ১৬ টি ফেরি চলাচল করছে।

অপরদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া সহকারী ব্যবস্থাপক মো. সালাম জানান, কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ৫টি ফেরি। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ এক হাজারেরও বেশি যানবাহন আটকা পড়েছে। একই সময়ে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচলও।

রুবেলুর রহমান/বিএম খোরশেদ/এফএ/এমএস