ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে জেএসসিতে পাসের হার ৯৩.৫৯

প্রকাশিত: ০৭:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে। ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ। সিলেটে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার ১ লাখ ২৬ হাজার ৯৯১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১ লাখ ১৮ হাজার ৮৫৬ জন।

এই শিক্ষাবোর্ডের অধীনে জেলাওয়ারি পাসের হার ও জিপিএ ৫ এর দিক দিয়ে সবচেয়ে ভালো করেছে সিলেট জেলা। এখানে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। এ জেলায় মোট ৪৪ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৪৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪২৯ জন।

দ্বিতীয় অবস্থানে আছে হবিগঞ্জ জেলা। এই জেলায় পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ। এ জেলায় মোট ২৫ হাজার ৪১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৩০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫৮ জন শিক্ষার্থী।

পাসের হারে সিলেট শিক্ষাবোর্ডে তৃতীয় অবস্থানে রয়েছে হাওর অঞ্চলের জেলা খ্যাত সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ। সুনামগঞ্জ থেকে এবার মোট ২৭ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৪৩। জিপিএ ৫ পেয়েছে ৫২৬ জন।

আর পাসের হারে তলানিতে রয়েছে মৌলভীবাজার জেলা। তবে জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে সুনামগঞ্জের চেয়ে তারা এগিয়ে। মৌলভীবাজার জেলায় পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ। এ জেলায় মোট ২৯ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ হাজার ৬৩০ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৪৩ জন শিক্ষার্থী।

ফলাফল প্রসঙ্গে শিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার জাগো নিউজকে বলেন, দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল জানানো হবে। এর আগে আমি অফিসিয়ালি বক্তব্য দিতে পারবো না।

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনে যে তথ্য পেয়েছেন তা সঠিক। বিস্তারিত পরে জানাব।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি