ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের আগেই নারায়ণগঞ্জে মিষ্টি খাওয়ার ধুম

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:২২ এএম, ০৪ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে। আর এই মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দের ধুম পড়েছে।

নেতাকর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করছেন। শহরজুড়ে দফায় দফায় মিষ্টি বিতরণ ও খাইয়ে দেয়ার চিত্র দেখা গেছে।

এর আগে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি হিসেবে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণা করে। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ শহর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

রাত ৮টায় নৌকা প্রাপ্তির খবরে শহরের আওয়ামী লীগ অফিসে অপেক্ষারত নেতাকর্মী সমর্থকরা উল্লাস শুরু করেন। ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ, নৌকা, আইভী আপা’ স্লোগানে উত্তাল করে তোলেন শহর। বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি খাওয়ার ধুম পড়ে।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস