ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর নির্বাচন বয়কট

প্রকাশিত: ১১:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

ঈশ্বরদী পৌরসভার নির্বাচন বয়কট করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলু। তিনি লোকো রোডে অবস্থিত তার নির্বাচনী অফিসে দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বর্জনের ঘোষণা দেন এবং পুনঃনির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে প্রার্থী মকলেছুর রহমান বাবলু জানান, সকাল ১১টায় ৫টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ লিখিত আকারে নির্বাচন অফিসারকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে আমরা ঈশ্বরদীতে পুনঃনির্বাচন দাবি করছি।

আপত্তি দেয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আকবর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন মালিথা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুজ্জামান বিশ্বাস জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পরাজয় সুনিশ্চিত জেনে বিএনপি প্রার্থী পিছু টান দিয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এসএইচএস/পিআর