ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চক্কর মাইরা দ্রুত চইলা যান

প্রকাশিত: ১০:৫৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

পরিস্থিতি ভাল না। চক্কর মাইরা দ্রুত চইলা যান। গণ্ডগোলের কারণে চারজনকে আটক করা হয়েছে। দেখছেন না থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারো আমাদের অ্যাকশনে যাওয়া লাগতে পারে। বুধবার পৌরসভা নির্বাচনে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত এক পুলিশ সদস্য এমন সতর্ক বার্তা দেন।

সূত্র জানায়, বুধবার আড়াইটার দিকে এক কাউন্সিলর প্রার্থীসহ চারজনকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আটক কাউন্সিলর প্রার্থীর সমর্থক ও প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আটতে ঘন্টাব্যাপী ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত রাখা হয়।

সরেজমিনে দেখা গেছে, ঘটনার পর থেকেই কেন্দ্রটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রের আশপাশে দলবেধে অবস্থান নিয়েছেন। আর এতে করেই পুলিশের এই সতর্ক অবস্থা।

এএসএস/এমএম/এসআই/এএম/একে/এমএস