ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভূঞাপুরে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের ফাঁকা গুলি

প্রকাশিত: ০৯:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি করেছে।

জানা যায়, পৌর এলাকার ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক বুথে ঢুকে সিল মারা শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তারা বুথের ভিতর থেকে ৪৪টি ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই আসলাম উদ্দিন জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী তার কিছু সমর্থককে সঙ্গে নিয়ে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমি বাধা দিলে আমাকে ধাক্কা মেরে তারা বুথে ঢুকে পড়ে এবং সিল মারতে থাকে। এ সময় আমার সঙ্গে থাকা ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি করে। গুলি করার শব্দ পেয়ে তারা ৪৪ ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ছিনতাই হওয়া ৪৪টি ব্যালট পেপার বাতিল করা হয়ছে।

এসএস/এমএস