ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটার নেই, তবুও দুপুরেই ৬১ ভাগ

প্রকাশিত: ০৮:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

দুপুর ১টা ৫০ মিনিট। ভোটকেন্দ্রে নেই ভোটারদের আনাগোনা। অলস সময় পার করছেন নির্বাচনী কর্মকর্তা ও এজেন্টরা। তবুও দুপুরের মধ্যেই ৬১ভাগ ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।

বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এখন দুপুরের খাবার সময় তাই ভোটারদের উপস্থিতি কম। তবে সকাল থেকেই ভোটারদের ভীড় ছিল।

তিনি আরো জানান, দুপুর দেড়টার মধ্যেই এই কেন্দ্রে ১৬৯১ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১০৩১ ভোট। ভোটগ্রহণে কোন সমস্যা হয়নি বলে জানান তিনি।

কেন্দ্রে অবস্থানরত ধানের শীষে প্রতীকের নির্বাচনী কর্মী বাবুল জাগো নিউজকে বলেন, ভোটারদের উপস্থিতি নেই তা আপনারা দেখছেন। তারপরও কিভাবে ৬১ ভাগ ভোট কিভাবে কাস্ট হয়েছে তা আমরা জানি না।

এএসএস/এমএম/এসআই/এএল/এএইচ/এমএস