ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ০৭:০১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটের দুটি পৌরসভায় ২৭টি ভোটকেন্দ্রের মধ্যে দুই একটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ।

বুধবার দুপুর ১২ টায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রেজাউল আলম সরকার।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

পাটগ্রাম টিএনটি স্কুল ভোট কেন্দ্রের বাহিরে মাইদুল ইসলাম নামে এক ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে।

এদিকে লালমনিরহাট সদর পৌরসভার চার্চ অব গর্ড ভোটকেন্দ্রে নৌকা সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে লালমনিরহাট পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম জানিয়েছেন।

পাটগ্রাম পৌরসভার স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে ভয়-ভীতি ও বাধা প্রদান করা হচ্ছে।

পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, ‘ভোট অবাধ নিরপেক্ষভাবেই হচ্ছে। এ নির্বাচনে প্রমাণ হবে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

রবিউল হাসান/এআরএস/এমএস