ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতকানিয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৫:৩১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নুরুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নুরুল আমিন গুলিবিদ্ধ হন।

নিহত নুরুল আমিন পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. আবুল কালাম জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় নুরুল আমিন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় কেরানিহাটের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ জাগো নিউজকে বলেন, কেন্দ্রের ভেতরে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে বাইরে গোলাগুলিতে একজন মারা গেছে বলে শুনেছি।

জীবন মুছা/আরএস

আরও পড়ুন