ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ০৫:০৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ফরিদপুরের দুইটি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভায় নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের বিশেষ টহলে থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।

নগরকান্দা পৌরসভার সহকারি রিটার্নিং কর্তকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, তিনজন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। এছাড়াও কাউন্সিলর নারী আটজন ও কাউন্সিল পুরুষ ৩২ জনকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই পৌরসভায় মোট ৭ হাজার ৬২৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩৮৭৯ এবং নারী ৩৭৫০ জন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুজ্জামান জানান, এই নির্বাচনে বোয়ালমারী পৌরসভায় চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও নয়টি ওয়ার্ডে ৩৩ জন পুরুষ কাউন্সিল ও ১২ জন নারী কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৮ হাজার ৯৭৪ জন ভোটার ৯টি কেন্দ্রে ৬২ বুথে তাদের ভোট প্রয়োগ করছেন।

বোয়ালামারী ৫নং ওয়ার্ডের ভোটার হাসিনা বানু জানান, সকালে এসেই শান্তিপূর্ণ ও সহজেই আমার ভোটটি দিতে পেরেছি। অনেক দিন পর ভোট দিতে পেরে খুশিও বলে জানান অনেকে ভোটার।

বোয়ায়মারী সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জিয়াউল কায়ম মুন্নু জানান, আমার কেন্দ্রে প্রায় ২১শ ভোটার আছে। সকাল থেকেই ভোট গ্রহণের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটারা ভোট প্রদান করছে। এখন পর্যন্ত কোন অভিযোগ বা গোলযোগের মত কোন ঘটনা ঘটেনি।

এস এম তরুন/জেডএইচ/এমএস