ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাউজানে বিএনপি এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:৫৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামের রাউজানের সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মেয়র প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসান সকালে রাউজানের প্রায় ১১ কেন্দ্র পরিদর্শন শেষে এ অভিযোগ করেন।

এ প্রতিবেদককে তিনি মোবাইলফোনে বলেন, ‘সকাল আটটা থেকে সোয়া নয়টার মধ্যে গহিরা থেকে রাউজান সদর পর্যন্ত ১১টি কেন্দ্রে গেছি, কিন্তু কোথাও আমার এজেন্টকে পাইনি।’
‘খবর নিয়ে জানলাম ১৯টি কেন্দ্রেই ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সবাইকে সরকার দলীয় প্রার্থীর লোকজন বের করে দিয়েছে। লাইন আছে তবে সেখানে ভোটার নাই, সবাই বহিরাগত লোকজন। রাউজানে প্রহসনের নির্বাচন হচ্ছে।’

তিনি  আরো বলেন, ‘প্রতি পদে পদে বাধা পেয়েছি। মিডিয়ার ভয়ে তারা গায়ে হাত তোলা বাকি রেখেছিল। সন্ত্রাসীরা আমাকে বলেছে, আপনি চলে যান। তখন আমি প্রাণভয়ে শহরের উদ্দেশে রওনা দিয়েছি।’

তবে আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত বলেন, ‘সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

জীবন/এএইচ/এমএস