ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির প্রার্থীর নামই জানে না ভোটাররা!

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

ঢাকার অদূরে সাভার পৌরসভা নির্বাচনে কর্ণপাড়ার ভোটাররা বিএনপির মেয়র প্রার্থীর নামই জানে না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীকে চিনেনও না তারা।

বুধবার সকালে সাভার পৌরসভার কর্ণপাড়া কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য কোনো মেয়র প্রার্থীর কোনো পোস্টার নেই। ভোটকেন্দ্রে অন্য কোনো দলের পোলিং এজেন্টও নেই। একাধিক ভোটারের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

কর্ণপাড়ার ভোটারা জানান, আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কোনো মেয়র প্রার্থীকে আমরা দেখিনি। দুদিন আগে বিএনপির প্রার্থীর পক্ষে মাইকিং করতে শুনেছি। কিন্তু নির্বাচনী প্রচারণায় বা গণসংযোগে তাকে দেখা যায়নি।

এর আগে সাভারের কর্ণপাড়ার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। তবে এখন পযর্ন্ত  কোনো ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভার পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র, সাধারণ কাউন্সিল পদে ৫৫ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাভার পৌরসভা নির্বাচনে এক লাখ ৬৯ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৪৯৩ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৩৬১ জন। পৌরসভার ৮০টি ভোটকেন্দ্রে রয়েছে।

এএসএস/এসআই/এমএম/জেডএইচ/এমএস

আরও পড়ুন