ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়া পৌরসভায় বিএনপির ভোট বর্জন

প্রকাশিত: ০৩:২২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

ভোট কারচুপির অভিযোগে নড়াইলের কালিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় পূর্ব কালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুর জামান এ ঘোষণা দেন।

তিনি জানান, ওই কেন্দ্রে ভোট কাটার সময় নৌকা প্রতীকের সমর্থক মোতাসেফ বিল্লাহকে (২৫) ৬ মাসের সাজা দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন র রশিদ।

এদিকে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে রির্টানিং কর্মকর্তা। এই কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে নড়াইল পৌরসভায় ভোট কারচুপির অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, নড়াইল পৌরসভায় ১৪টি কেন্দ্রে এবং কালিয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুই পৌরসভার ২৩ কেন্দ্রের মধ্যে সদরে ৯টি ও কালিয়ায় ৫ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এক হাজার আনসার ভিডিপি ও পুলিশ। ৫ গাড়ি র্যাব এবং ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১০ জন ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নড়াইল পৌরসভায় ৮ জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

কালিয়া পৌরসভায় ৭ জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হাফিজুল নিলু/এসএস/এমএস