ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উৎসবমুখর পরিবেশে আখাউড়ায় ভোটযুদ্ধ শুরু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের প্রথম প্রহরে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তবে বাকি কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

Bibarea

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোট কেন্দ্র ও এর আশপাশ এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Bibarea

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১২ হাজার ৪৯২ জন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস