ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফাঁদ পেতে পাখি শিকার অসাধু চক্রের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০২১

ফরিদপুরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে অবাধে চলছে পাখি শিকার। জেলার হাওর, বিল ও মাঠ থেকে বিভিন্ন ধরনের পাখি শিকার করে বিক্রি করছেন একটি অসাধু চক্র।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের দাদুরিয়া বিল থেকে গোলাম মোস্তফা মোল্যা নামের এক ব্যক্তিকে পাখি শিকার করতে দেখা যায়।

পেশাদার এ পাখি শিকারি জানান, তিনিসহ বেশ কয়েকজন শিকারি রয়েছেন। তারা বিভিন্ন স্থানে বিল-হাওড় ও মাঠে ঘুরে ঘুরে ফাঁদের মাধ্যমে পাখি শিকার করে বিক্রি করে আসছেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, এটা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি প্রাণিসম্পদ দপ্তরকে নজর রাখতে বলা হয়েছে। এ ধরনের শিকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস