ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বর্ণ ছিনতাই : তিন দিনের রিমান্ডে দুই পুলিশ সদস্য

প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামের লরিন জুয়েলার্সের স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্য ও আল আমিন নামের তাদের এক সোর্সকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন; সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও কনস্টবল খান এ আলম ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) প্রিটন সরকার তিন জনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিলেন। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ সেপ্টেম্বর কোতয়ালী থানার লাভ লেন এলাকায় মেট্রোপোল কমিউনিটি সেন্টারের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজারী লেনের লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাস বাদী হয়ে ২২ সেপ্টেম্বর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

জীবন মুছা/এসকেডি/আরআইপি