ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠির ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠির নলছিটিতে সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পৌরসভা নির্বাচনে ৮নং ইউনিটে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমান কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনের বাড়ির দিক থেকে বিস্ফোরণের শব্দগুলো শোনা গেছে বলে এলাবাসিরা স্থানীয় সাংবাদিক ও নলছিটি থানাকে জানান। রাত ১২টা পর্যন্ত মো. ফারুক হোসেনের মোবাইল নম্বরে চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অপরদিকে, রাতে একই সময়ে ৯নং ইউনিটের আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থী জামাল খান ও দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাত ১১টায় মেবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাকছুদুর রহমান জাগো নিউজকে বলেন, সেখানে আমাদের ফোর্স গেছে। উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে এলাকায় এসেছি কিন্তু কাউকে পাইনি। নলছিটি পৌর নির্বাচনের ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

অপরদিকে, কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে অধিক গুরুত্বপূর্ণ বলেছেন রিটার্নিং অফিসার খান আবি শাহনুর খান।

মো. আতিকুর রহমান/এমজেড/আরআইপি