ময়মনসিংহে চালের সঙ্গে বাড়ছে আটার দাম
ময়মনসিংহে চালের দামের সঙ্গে লাগামহীনভাবে বাড়ছে আটার দাম। সপ্তাহের ব্যবধানে প্যাকেট ও খোলা আটার দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। এছাড়া গত সপ্তাহের তুলনায় সব ধরনের ৫০ কেজির চালের বস্তায় দাম বেড়েছে ৪০-৪৫ টাকা।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
শম্ভুগঞ্জ বাজারের শাহীন খাদ্য ভাণ্ডারের বিক্রেতা হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, সব ধরনের ৫০ কেজি চালের বস্তায় ৪০-৪৫ টাকা বেড়েছে।
তিনি বলেন, খুচরা ঊনত্রিশ চাল ৫০, আটাশ ৪৮, নাজিরশাইল ৬৪, মোটা আতব ৩৬, কাটারিভোগ ৬৪, কালিজিরা ৭২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মধ্যবাজারের বিনয় পাল স্টোরের বিক্রেতা বিমল পাল জাগো নিউজকে বলেন, গত সপ্তাহের তুলনায় খোলা ও প্যাকেট আটার দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা, অ্যাংকার ডালেও বেড়েছে পাঁচ টাকা। প্যাকেট আটা কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৪৫, খোলা আটা পাঁচ টাকা বেড়ে ৪০, অ্যাংকার ডাল ৫০, দেশি মসুর ডাল ১১০, ইন্ডিয়ান মসুর ডাল ৯০, মুগডাল ১৪০, ভাঙা মাসকলাই ১৩০, মাসকলাই ১০০, বুটের ডাল ৯০, খেসারি ৭০, মটর ১১০, ছোলা বুট ৭০, চিনি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ওই বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা ভোলানাথ দাস বলেন, খোলা সয়াবিন তেল ১৬০, পামওয়েল ১৪৫, কোয়ালিটি ১৫০, বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা বিক্রি হচ্ছে।
একই বাজারের মুরগি বিক্রেতা মিলন মিয়া জাগো নিউজকে বলেন, ব্রয়লার ১৪৫, সোনালী ২৬০, সাদা কক ১৯০ ও দেশি মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিম ৩৫, হাঁস ৪০-৪৫ ও সোনালী মুরগির ডিম ৫০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা সামাদ জাগো নিউজকে বলেন, সব ধরনের মাছের দাম কেজিতে ২৫-৩০ টাকা বেড়েছে।
বাজারের খোকন মিয়া জাগো নিউজকে বলেন, দেশি পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা কমে ৫০, ইন্ডিয়ান পেঁয়াজ ১০ টাকা কমে ৪০, রসুন ৫০, আদা ৮০ টাকা, দেশি ও ইন্ডিয়ান আলু ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা রনি মিয়া জাগো নিউজকে বলেন, বাজারে নতুন সবজি আমদানি হওয়ায় দাম স্থিতিশীল রয়েছে। তবে, নতুন আলু ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/এএসএম