ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শাহজাদপুর থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পক্ষপাতিত্বের অভিযোগে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে রায়গঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে সিরাজগঞ্জ-৩ আসনের সরকার দলীয় এমপিকে সর্তক করেছে নির্বাচন কমিশন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, একজন প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে শাজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে প্রত্যাহার করার জন্য সোমবার রাতে মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ প্রদান করে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মোতাবেক ইতোমধ্যেই ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।   

এদিকে, জেলা রিটানিং অফিসার মুহাম্মদ কামরুল হাসান বলেন, রায়গঞ্জ পৌসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ বিষয়টি তিনি নির্বাচন কমিশন হতে অবগত হয়েছেন।

এ বিষয়ে এমপি ম.ম আমজাদ হোসেন মিলন বলেন, নির্বাচন কমিশন থেকে তিনি একটি নোটিশ পেয়েছিলেন। সেই নোটিশের জবাব তিনি নির্বাচন কমিশন বরাবর পাঠিয়ে দিয়েছেন।

বাদল ভৌমিক/এসএস/এমএস