আশুলিয়ায় কারখানায় বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় একটি ইলেকট্রিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এনার্জিপ্যাক লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেরপুর জেলার শ্রীপুর থানাধীন দাকডাপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে এনার্জিপ্যাকে ইলেকট্রিক মেকানিক হিসেবে চাকরি করতেন।
এনার্জিপ্যাক কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ওমর ফারুক বলেন, আমাদের কারখানায় বৈদ্যুতিক কাজগুলোই বেশি হয়। বিকেলে টেস্টিং সেকশনে কাজ করছিলেন আরিফ। এ সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএ/এএসএম