ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ৫২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মোট ১২১টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সদর পৌরসভায় রয়েছে ২১টি কেন্দ্র। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সদর পৌরসভায় দুই প্লাটুন ও বাকি সাতটি পৌরসভায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় কাজ করছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের মোট আট পৌরসভায় ২৯ জন মেয়র প্রার্থী, ৩০৪ জন সাধারণ কাউন্সিল প্রার্থী ও ১০৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আট পৌরসভায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯২ হাজার ২৫৩।

এআরএ/পিআর