ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক কাতল বিক্রি হলো ৩০ হাজার টাকায়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে নিরাঞ্জন হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির এক কাতল মাছ। মাছটি ঢাকার এক ব্যবসায়ী ৩০ হাজার ৬শ টাকায় কিনে নেন।

রোববার সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

Fish-(1).jpg

পরে ওই জেলে মাছটি দৌলতদিয়া ঘাটে বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৬শ টাকা কেজি দরে ২৮ হাজার ৮শ টাকায় কিনে নেন। পরে আবার কেজিতে ১শ টাকা লাভে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা ওই মাছ দৌলতদিয়ায় বিক্রির জন্য নিয়ে আসেন। তখন উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছগুলো কিনে সামান্য লাভে তিনিসহ অনেকে দেশের বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস