সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে র্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে আকাশ বাবু বাহিনীর প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে। এ সময় ১৭টি দেশি -বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। সোমবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বনদস্যু বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ (৪০) ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ম্যাইজা (৪৫)।
র্যাব-৮ এর অপারেশন অফিসার ও উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র্যাবের একটি দল সুন্দরবনে অপহরণ, মুক্তিপণ আদায় রোধে নিয়মিত টহল দিচ্ছিল। এই টহলের অংশ হিসেবে সোমবার সকালে সুন্দরবনের ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখে বনদস্যুদের আস্তানার সন্ধান সনাক্ত করে র্যাব। পরে র্যাবের টহল দলটি সুন্দরবনের তাম্বুলবুনিয়া খালে অভিযান শুরু করলে বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপি উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে।
এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। এ সময় বনের ওই এলাকায় র্যাব সদস্যরা তাল্লাশি করে ১৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৪৫০ রাউন্ড গুলি ও দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুই বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ম্যাইজা বলে সনাক্ত করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বনদস্যুদের লাশ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাবের কর্মকর্তা জানান।
শওকত আলী বাবু/এসএস/এমএস