ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগতিতে কেন্দ্র দখলের চেষ্টা, গুলিবিদ্ধসহ আহত দুই

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১১ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রামগতিতে কেন্দ্র দখলে নিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুজন আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আজাদ উদ্দিন ও জাফর আলী। এদের একজন গুলিবিদ্ধ ও অপরজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ আজাদ প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবদুর রব বেপারীর (মোরগ) ভগ্নীপতি ও আহত জাফর তার ভাগিনা। আহতরা চরগাজীর বয়ারচর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ফরিদ তার বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখল করতে যান। টের পেয়ে প্রতিদ্বন্দ্বী আবদুর রব বেপারীর লোকজন বাধা দেন। এতে ফরিদের লোকজনের গুলিতে আজাদ ও ধারালো অস্ত্রে আঘাতে জাফর আহত হন। এ ঘটনার পর কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে আবদুর রব ব্যাপারী জানান, কেন্দ্র দখলে নিতে ফরিদ হামলা চালিয়ে আমার ভগ্নীপতি ও ভাগিনাকে আহত করেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আমার তিনজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, ফরিদ জলদস্যু৷ ২০১৮ সালে তাকে গ্রেফতার করতে গেলে র্যাবের ওপর তার বাহিনী হামলা চালায়। তার বিরুদ্ধে রামগতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলেই আছি। কী কারণে ঘটনাটি ঘটেছে বা কারা ঘটিয়েছে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের নির্বাচনে চরগাজি ছাড়া কমলনগরের চরকাদিরা, চরলরেন্স, চরমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ ৮টা থেকে শুরু হবে। এরমধ্যে চরলরেন্সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে শুধুমাত্র সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস