ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালের ১৭ পৌরসভায় সেনা মোতায়েনের দাবি বিএনপির

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

বরিশাল বিভাগের ১৭ পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেল।

রোববার বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মনিটরিং সেলের আহ্বায়ক সেলিমা রহমান এ দাবি জানান।

সেলিমা রহমান বলেন, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন বিভাগের ১৬ পৌরসভার সবগুলোতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিজয়ী করার জন্য সব রকমের আয়োজন সম্পন্ন করেছে ক্ষমতাসীন দল। লোক দেখানো নিরপেক্ষতার জন্য কিছু কাউন্সিলর পদে বিএনপির প্রার্থীকে বিজয়ী করানো হবে।

ভোট কেন্দ্র দখলের জন্য কলাপাড়া, বাউফলসহ বিভিন্ন পৌর এলাকার আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের জড়ো করেছে ক্ষমতাসীনরা। এমনবস্থায় ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে ভোটারধিকার নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলোতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি বেলা ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়। তাহলে সবগুলো পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা বিজয়ী হবেন।

বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির বিভাগীয় মনিটরিং সেল নেতৃবৃন্দ পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভায় প্রচারণা চালাতে গিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ির বহরে হামলা চালিয়ে তার স্ত্রীকে আহত করা হয়েছে। শনিবার রাতে বেতাগীতে বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়।

বিভাগের সবগুলো পৌর নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির মেয়র প্রার্থীরা ঘর থেকে বের হতে পারছেন না। দলীয় নেতাকর্মীরা প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশ সরকারের দেয়া মিথ্যা মামলার কারণে আত্মগোপনে রয়েছেন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম সেলিমা রহমান বলেন, নির্বাচন কমিশন সরকারের পদলোহন করছে। পরিণত হয়েছে সরকারের কৃতদাসে। প্রশাসন করছে পক্ষপাতিত্ব। তাই তাদের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। নির্বাচনের ফলাফল যাই হোক বিএনপি ফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন বয়কট করবে না বলে জানান সেলিমা রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিটরিং সেলের সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. জয়নুল আবেদীন, সদস্য এবায়দুল হক চাঁন, মেজবা উদ্দিন ফরহাদ বিলকিস আক্তার জাহান শিরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাইফ আমীন/এআরএ/আরআইপি