ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শম্ভু ও রিমনকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে বরগুনার দুই সংসদ সদস্যকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় এ নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় আচরণবিধি মেনে না চলার অভিযোগে বরগুনা-১ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. হাচানুর রহমান রিমনকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদেরকে এলাকায় না আসতেও বলা হয়েছে চিঠিতে।

রোববার সন্ধ্যায় দুই এমপিকেই সতর্ক করে ইসির ব্যবস্থাপনা শাখা থেকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জাগো নিউজকে জানান, গত পাঁচ দিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। আর নির্বাচন কমিশনের কোনো চিঠি এখন পর্যন্ত পাননি বলেও জানান তিনি।

প্রসংঙ্গত, এর আগেও পৌর নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. হাচানুর রহমান রিমনকে শোকজ করেছিলো নির্বাচন কমিশন।

মিরাজ/এমএএস/আরআইপি