ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের ৩ পৌরসভায় নারী ভোটার বেশি

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভার মধ্যে তিনটিতেই পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১,২৫,২৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ২৭৭ জন ও নারী ভোটার ৬৩ হাজার ৯৯২ জন। পুরুষের চেয়ে দুই হাজার ৭১৫ জন নারী ভোটার বেশি।

রহনপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪৫৮ জন ও নারী ভোটার ১১ হাজার ৮১১ জন। পুরুষের চেয়ে এক হাজার ৩৫৩ জন নারী ভোটার বেশি।

নাচোল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ছয় হাজার ১৫৯ জন। পুরুষের চেয়ে এক হাজার ১৭৩ জন মহিলা ভোটার বেশি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহা. আব্দুল্লাহ/এআরএ