ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৭টি

প্রকাশিত: ১১:৩২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নীলফামারীর দুইটি পৌরসভার ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এর মধ্যে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রের মধ্যে ১৯টি এবং জলঢাকা পৌরসভায় ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন পুলিশ অফিসারসহ ৮ জন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ২০ জন সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবির ৫টি মোবাইল টিম টহলে থাকবে।
 
জেলা নির্বাচন অফিসার জুলহাস উদ্দিন বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ, সৈয়দপুর পৌরসভায় মেয়র পদে  ৪ জন, সংরক্ষিত ৫টি নারী আসনে ১৮ জন, ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন ও জলঢাকা পৌরসভায় মেয়র পদে ৬, তিনটি সংরক্ষিত নারী আসনে ১৪ জন এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভায় ৮১ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছে। অপরদিকে খ শ্রেণির পৌরসভা জলঢাকায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫৭৬ জন। তবে দুই পৌরসভায় নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে দ্বিমুখী লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।  

জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি