পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ চায় না আ.লীগ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর ( অব. ) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ চায় না শান্তিপূর্ণ পৌর নির্বাচন হোক। তারা জনগণের ভোটাধিকার দিতে চায় না। যেভাবে একতরফা ৫ জানুয়ারির নির্বাচন করে ক্ষমতায় আছেন তেমনি পৌর নির্বাচন চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হত্যা নির্যাতন আর খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এই দিন দিন নয়। দেশে গণ বিস্ফোরণ ঘটবে। রোববার দুপুরে ভোলায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুমেন পক্ষে গণসংযোগ ও জেয়া মার্কেট চত্বরে এক পথ সভায় এসব কথা বলেন।
এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলায় বিএনপি নেতাকর্মীদের পুলিশ এলাকা ছাড়তে বাধ্য করছে। পুলিশের সামনে আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীর লোকজনকে মারধর ও কুপিয়ে জখম করছে। এর কোনো প্রতিকার নেই। তিনি নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানান। নির্বাচনী পরিবেশ না এলে এর ফল ভালো হবে না বলেও হুশিয়ার করেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, বিএনপি প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন প্রমুখ।
অমিতাভ অপু/এমজেড/এমএস