লোড-আনলোড চললেও বুড়িমারী স্থলবন্দর ছাড়েনি দূরপাল্লার ট্রাক
দেশজুড়ে গণপরিবহন বন্ধ থাকলেও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে পণ্য লোড-আনলোড চলছে। তবে ঢাকা, রংপুর কিংবা দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বন্দর ছেড়ে যায়নি কোনো পণ্যবাহী ট্রাক।
শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। এছাড়া বন্দরে আগে থেকে অবস্থানরত পণ্যবাহী ট্রাক ভারতে গেছে।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে পাথর, গম, খইল, পেঁয়াজ, ভুট্টাসহ বিভিন্ন কাঁচামাল আসছে। তবে দূরপাল্লার পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। শিগগির ধর্মঘট প্রত্যাহার না হলে আমদানি করা গম, ভুট্টা, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু নেয়াজ নিশাত জানান, পরিবহন ধর্মঘটেও ভারতীয় ট্রাকগুলো বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেছে। অনেকেই ট্রাকের অভাবে গোডাউনে মালামাল মজুত করছেন।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য বকুল হোসেন বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কোনো পণ্য নিয়ে ট্রাক বন্দর ছাড়ছে না। ফলে আমদানি করা বিভিন্ন কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
লালমনিরহাট ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, স্থলবন্দরে থাকা অনেক ট্রাক লোড হয়েছে। তবে কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি।
বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) মো. কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারত থেকে পন্যবাহী ট্রাকগুলো দেশে প্রবেশ করছে। আগেই বন্দরে আসা বাংলাদেশি ট্রাকগুলো পণ্য নিয়ে ভারত যাচ্ছে।
মো. রবিউল হাসান/ইউএইচ/এএসএম