ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেশবপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাসের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পৌর এলাকার হাবাসপোল ও আজাদ মার্কেট এলাকার কার্যালয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাহীনুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস অভিযোগ করেন, শনিবার গভীর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের আজাদ মার্কেট (পুরাতন কাপড় মার্কেট) সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এ ঘটনার পর পৌর এলাকার হাবাসপোল এলাকার অপর একটি নির্বাচনী কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস দাবি করেন, ক্ষমতাসীনরা ৫ জানুয়ারির আদলে নির্বাচন করতে চায়। এজন্য বিরোধী দলের প্রার্থীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে আতংক সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা প্রমুখ।

এ প্রসঙ্গে কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

অপরদিকে শনিবার গভীর রাতে পৌর এলাকার কালার বাড়ি মোড়ে ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাহীনুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুরের কোনো অভিযোগ পুলিশ পায়নি। তবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও তিনি জানান।

মিলন রহমান/এসএস/এমএস