ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই হাজার ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৬ নভেম্বর ২০২১

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মো. ইকবাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সিএনজি চালক ইকবাল রামুর মধ্যম মেরংলোয়া গ্রামের মৃত হাজি শফির ছেলে। তিনি ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান।

মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, শুক্রবার ( ৫ নভেম্বর) দুপুরের দিকে চেকপোস্টে কক্সবাজারমুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী ড্রাইভার ইকবালকেও আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিটিও। সিএনজিসহ মো. ইকবালকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক ইকবালের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস