ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের মাঠে চাচা-ভাতিজার লড়াই

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন চাচা-ভাতিজা। উপজেলার চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন হাওলাদার (আনারস) ও তার ভাতিজা মহিউদ্দিন হাওলাদার (ঘোড়া) প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন।

এ ইউনিয়নে নুরুল ইসলাম সাগর (নৌকা), সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), ইব্রাহিম বাবুল (চশমা) ও শরিফুল ইসলাম (অটোরিকশা) প্রতীকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এদিকে নির্বাচনী মাঠে চাচা-ভাতিজার সরব উপস্থিতি দেখে ইউনিয়ন জুড়ে নানামুখী আলোচনা চলছে।

এ বিষয়ে হোসেন হাওলাদার বলেন, সুনামের সঙ্গে ১৯ বছর ইউপি চেয়ারম্যান ছিলাম। জনগণ এখনও আমার সঙ্গে আছে। নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে আমি বিজয়ী হবো। এজন্য শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছি।

ভাতিজা মহিউদ্দিন হাওলাদার বলেন, নির্বাচন করার পরিকল্পনা থেকেই আমি এলাকার মানুষের পাশে ছিলাম। মানুষও আমাকে ভালোবাসে। প্রচার-প্রচারণা চালিয়ে আমি ভোটের মাঠে রয়েছি।

উল্লেখ্য, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম