ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৮ নভেম্বর ২০১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এ সময় ডা. তৈয়বুর রহমান হলসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, শাহাদৎ, ইব্রাহীম খলিল, আদনান, সৌরভ, রাশেদ, হিলে­াল, সোহান, জিসান প্রমুখ। এদের মধ্যে শাহাদৎ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই সংর্ঘষ শুরু হয়ে দফায় দফায় দুপুর পর্যন্ত চলতে থাকে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ভেঙ্গে মুজাহিদুল হাসানকে সভাপতি ও কৌশিককে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ ও সদস্য রুবেল।

এর দু’দিন পর গত শনিবার আশফাকুর রহমান তুষারকে সভাপতি এবং এস.এম আশফিকার সাম্সকে সাধারণ সম্পাদক করে অপর একটি কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সৈকত পাল ও সাদেকুর রহমান বিপ্লব। এ নিয়ে গত দুই দিন দিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।
 
খবর পেয়ে দিনাজপুর কোতয়ালি থানার পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে এ ঘটনার পর দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল হাসানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ক্যাম্পাসে সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করছেন।