ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামেকে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৩ নভেম্বর ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চাপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী আছেন ২৮ জন, করোনা আক্রান্ত আটজন ও উপসর্গে ভর্তি আছেন ১০ জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফএ/এমএস